Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা সমূহের তালিকা

প্রতিবন্ধী সেবা ও সাহায্য ক্নেদ্র, লালমনিরহাট হতে যেসব সেবা প্রদান করা হয়ঃ

(১) অটিজম আক্রান্ত শিশুদের জন্য বিভিন্ন ধরণের থেরাপী সেবা;

(২) সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রম ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতবিন্ধিতা নিরসনে-

  ক. ফিজিওথেরাপী,

  খ.অকুপেশনাল থেরাপী ও

  গ.স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপী

(৩) শ্রবন প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রবনমাত্রা নিরুপন;

(৪) আংশিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের দৃষ্টি শক্তি পরীক্ষা ;

(৫) প্যারালাইসিস রোগীদের জন্য থেরাপী সেবা;

(৬) বিভিন্ন ধরনের  ব্যাথায় (ঘাড়, কোমর, হাটু, মেরুদন্ড ইত্যাদি) আক্রান্ত রোগীদের জন্য থেরাপী সেবা;

(৭) ভ্রাম্যমান থেরাপী ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধীদের থেরাপী সেবা প্রদান;

(৮) প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন অনুসারে সহায়ক উপকরণ( হুইল চেয়ার, ট্রাইসাইকেল, হিয়ারিং এইড, সাদাছড়ি ইত্যাদি) বিতরণ;

(৯) প্রতিবন্ধিতা  সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাউন্সেলিং সেবা ইত্যাদি।